কয়েক মাসের ব্যবধানে টলিউডের সাংসদ অভিনেত্রী নুসরাত জাহানের দুই ছবির প্রিমিয়ার। আর এর মধ্যে
এই অভিনেত্রীর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ভিন্ন ইকুয়েশন দেখা যাচ্ছে। জানা গেছে, গেল দুর্গাপূজায় মুক্তি পেয়েছিল নুসরাত জাহানের ‘এসওএস কলকাতা’। এই ছবিতে তার কো-স্টার ছিলেন যশ দাশগুপ্ত। সেই অক্টোবরে ছবির প্রিমিয়ারে নিখিলের হাত ধরে হাজির হয়েছিলেন নুসরাত।
কিন্তু গতকাল বৃহস্পতিবারের চিত্রটা একেবারে ভিন্ন। নুসরাতের নতুন ছবি ‘ডিকশনারির’র প্রিমিয়ার, সেখানে সবাইকে চমকে দিয়ে কথিত প্রেমিক যশকে হাজির নুসরাত! যদিও এই ছবিতে অভিনয় করেন যশ। এই খবর নিমেষেই আগুনের মতো ছড়িয়ে পরে টলিপাড়ায়। এ নিয়ে জল্পনা বাড়লো যশ-নুসরাতের প্রেমের। যে গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন নিখিল জৈনের সাম্প্রতিক এক ইনস্টাগ্রাম পোস্ট।
নিখিল শুক্রবার লিখলেন, ‘নিজের জন্য বাঁচো। সবসময় তৈরি থাকো প্রতারণার জন্য, সেটাকে আলিঙ্গন করে নাও। দেখ তুমি শুধু উপরে উঠবে!’ সঙ্গে নিজের একটি সিঙ্গল ছবি জুড়ে দেন নিখিল। সাদা শার্ট, চোখে নীল রঙা রোদচশমা- পিছনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। নতুন এই ইঙ্গিতপূর্ণ বার্তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে।
নুসরাতের সঙ্গে নিখিলের সম্পর্কের দূরত্ব যত বেড়েছে, ততই সোশ্যাল মিডিয়ায় নিখিলের জীবন দর্শনের কাহিনি উঠে এসেছে। কখনও তিনি সবার মাঝে নিজেকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, কখনও অতীত ভুলে ভবিষ্যতের দিকে পা বাড়ানোর। পিছনে ফিরে তাকাতে চান না তিনি, সেই ইঙ্গিত বারবার দিয়েছেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।
বিডি-প্রতিদিন/শফিক