প্রায় ১১ মাস লোকচক্ষুর অন্তরালে ছিলেন হালের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী বুবলী। এরপর চলতি বছরের প্রথম দিকে আড়াল ভাঙেন এই নায়িকা। এবার ‘চোখ’ নামের একটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব ও রোশান।
ছবিটি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে বুবলী বলেন, এইতো বিরতি শেষে আবারো নতুন ছবি শুরু করতে যাচ্ছি। সোমবার সন্ধ্যার পর আমি ‘চোখ’ ছবিতে সাইন করেছি। চিত্রনায়ক নিরবের সঙ্গে 'ক্যাসিনো' ছবির পর এটি আমার দ্বিতীয় ছবি। এতে আরও অভিনয় করবেন রোশান।
সিনেমাটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল। এই নির্মাতা বলেন, সোমবার বুবলী ও নিরব আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। রোশানকেও দ্রুতই চুক্তিবদ্ধ করা হবে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে ‘চোখ’ ছবির পুরো টিম নিয়ে ক্যামেরা ওপেন করবো।
বিডি-প্রতিদিন/শফিক