বলিউডের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ হিসেবে আরও একটি জন্মদিনের কেক কেটেছেন সালমান খান। বোনের মেয়ে আয়াতকে কোলে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন ভাইজান। সালমানের মতো তার বোন অর্পিতার মেয়ে আয়াতের জন্মদিনও ২৭ ডিসেম্বর। দুইজনই তাই একসঙ্গেই কেক কেটেছেন।
জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সালমান খানের পরিবারের সদস্যরা হাজির ছিলেন। এছাড়া সালমানের কথিত প্রেমিকা লুলিয়া ভানতুর, সাবেক প্রেমিকা সঙ্গীতা বিজলানিও হাজির হয়েছিলেন সালমানের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে। মুম্বাইয়ে পানভেলের খামারবাড়িতে মধ্যরাতে আয়োজিত সালমানের জন্মদিনের অনুষ্ঠানে বলিউড তারকারাও হাজির ছিলেন।
এ বছর সালমানের জন্মদিন বেশ ঘটনাবহুল। জন্মদিনের আগেই সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। কয়েকদিন আগেই বিয়ে করেছেন সালমানের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ।
উল্লেখ্য, সালমান খানের জন্ম ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে, ১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর। তার বাবা বলিউডের জনপ্রিয় চিত্রনাট্যকার সেলিম খান ও মা গৃহিণী সুশীলা চরক (সালমা)। সালমানের দুই ভাই আরবাজ ও সোহেল এবং দুই বোন আলভিরা ও অর্পিতা।
সূত্র : হিন্দুস্থান টাইমস
বিডি প্রতিদিন/ফারজানা