কনসার্টের লাইনে এগিয়ে যেতে বোমার হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। সঙ্গীতশিল্পী দোজা ক্যাটের কনসার্টে এমন ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি দীর্ঘ লাইনের সামনের দিকে এগিয়ে যেতে এমন কাণ্ড ঘটিয়েছেন। তিনি দাবি করেছিলেন, ‘তার কাঁধের ব্যাগে বিস্ফোরক পদার্থ আছে।’ তবে পুলিশ তার ব্যাগে তেমন কিছু পায়নি। খবর বিবিসি নিউজের।
কনসার্টের সেই ঘটনা নিয়ে এখনো তদন্ত চলছে বলেছে জানিয়েছে ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ বিভাগ। স্থানীয় কর্মকর্তা জশুয়া বার্কার বলেন, ‘ব্যাগে কিছু ছিল না। ওই ভক্ত কনসার্টের লাইনে এগিয়ে যেতে খুবই নিঁচুমানের কৌশল খাটানোর চেষ্টা করেছিলেন।’
দোজা ক্যাটের ভক্তরা মাইনাস ডিগ্রি তাপমাত্রার মধ্যে ১২ ঘণ্টারও বেশি অপেক্ষা করেছিলেন সামনের সারিতে টিকিট পাওয়ার জন্য। শনিবার ইন্ডিয়ানাপলিসে আয়োজিত কনসার্টটি সবার জন্য উন্মুক্ত ছিল।
বিডি প্রতিদিন/ফারজানা