বছরখানেক আগে অনলাইনে পথশিশু সুমাইয়ার একটি গান রীতিমতো ভাইরাল হয়ে পড়ে। ভিডিওটি এই গানের মূল শিল্পী গগন সাকিবের নজরে আসে। গগন সাকিব সুমাইয়াকে নিয়ে এসে একের পর এর এক গান গাওয়াতে থাকেন। সেগুলো শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। এবারই প্রথম সুমাইয়ার সঙ্গে দ্বৈত গান গাইলেন গগন সাকিব।
গানটি প্রকাশের মাত্র দুদিনের মধ্যেই মিউজিকের ট্রেন্ডিংয়ে শীর্ষস্থান দখল করে আছে। 'কাইন্দো না মা সুখেই আছি প্রবাসে' শীর্ষক গানটির কথা লিখেছেন এলেক্স সালাম, কে নাইম এবং গগন সাকিব। সুর করেছেন গগন সাকিব।
মুন্সী জুয়েলের সংগীতায়োজনে গানের ভিডিও পরিচালনা করেছেন রাজন্য রিফাত। এই গান প্রসঙ্গে গগন সাকিব বলেন, ‘অনেকদিন ধরেই সুমাইয়ার সঙ্গে ডুয়েট করার পরিকল্পনা ছিল। শেষমেষ করেই ফেললাম। এতোটা সাড়া পাবো ভাবিনি।’ গানটি গগন সাকিবের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে।