টেসলা বস ইলন মাস্ক টুইটার কিনে নেওয়ার পর অনেক সেলিব্রেটি টুইটার ছেড়েছেন। এবার টুইটার ছাড়লেন ব্রিটেনের খ্যাতনামা সঙ্গীতশিল্পী, পিয়ানোবাদক ও সুরকার স্যার এলটন জনও। টুইটারে ভুল তথ্যের বিষয়ে নীতিগত পরিবর্তনের বিষয়ে আপত্তি জানিয়ে টুইটার ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সম্প্রতি টুইটার কিনে নেওয়ার পর ইলন মাস্কের গৃহীত নানা ধরনের পদক্ষেপে বিরক্ত টুইটার ব্যবহারকারীরা। টুইটারের কর্মীরাও গণহারে পদত্যাগ করেছেন। সম্প্রতি কভিড-১৯ বিষয়ে ভুল তথ্য ছড়ানো ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ বন্ধ করে দিয়েছে টুইটার।
‘রকেটম্যান’ খ্যাত গায়ক এলটন জন লিখেছেন, ‘সারা জীবন আমি সঙ্গীতের মাধ্যমে মানুষকে একতাবদ্ধ রাখার চেষ্টা করেছি। ভুল তথ্যের মাধ্যমে আমাদের পৃথিবীকে বিভক্ত করার চেষ্টা দেখে আমি কষ্ট পেয়েছি’।সূত্র : বিবিসি