এ বছর ‘আরআরআর’ দিয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন রাম চরণ। এবার আরও একটি সুখবর ভক্তদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তেলেগু ছবির জনপ্রিয় এ অভিনেতা। রাম ও তার স্ত্রী উপাসনা কামিনেনি প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।
রামের বাবা তেলেগু ছবির প্রভাবশালী অভিনেতা চিরঞ্জীবী প্রথমে টুইটারে বিষয়টি জানান। পরে সেই খবর নিজের টুইটারে শেয়ার করেন রাম নিজেই।
রাম ও উপাসনা ছোটবেলা থেকেই বন্ধু। ২০১২ সালে বিয়ে করেন তারা।
বড় পর্দায় রামের অভিষেক ২০০৭ সালে, ‘চিরুথা’ ছবিটি দিয়ে। ‘মাগাধিরা’, ‘নায়ক’, ‘ইভাডু’, ‘রাঙ্গাস্থালাম’ মতো ছবিতে অভিনয় করেছেন। রাম শুধু অভিনেতাই নন, প্রযোজক ও উদ্যোক্তা হিসেবেও সুনাম আছে তার। তেলেগু ছবির সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতার একজন তিনি।