ইতালীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা আর নেই। ১৯৫০ ও ‘৬০ এর দশক মাতিয়ে রেখেছিলেন জিনা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। রোমের একটি ক্লিনিকে তার মৃত্যু হয়েছে। জিনা লোলোব্রিজিদার সাবেক আইনজীবী রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
জিনাকে একসময় বিশ্বের সেরা সুন্দরী নারী হিসেবে অভিহিত করা হতো। জিনা লোলোব্রিজিদার ডাক নাম ছিল লা লোলো। তার জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে আছে ‘বিট দ্য ডেভিল’, ‘দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম’ এবং ‘ক্রসড সোর্ডস’। ১৯৬০ এর দশকে জিনা চলচ্চিত্রে ব্যস্ততা কমিয়ে ফটোগ্রাফি ও রাজনীতি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন।
সোফিয়া লরেনের মতো ইতালির জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা ছিল জিনা লোলোব্রিজিদার। এক বিবৃতিতে বলা হয়েছে, জিনার মৃত্যুতে সোফিয়া শোক প্রকাশ করেছেন।
ইতালির সংস্কৃতি মন্ত্রী জিন্নারো সাঙ্গিউলিয়ানো টুইটারে লিখেছেন, ‘রূপালি পর্দার ডিভাকে শেষ বিদায়। অর্ধশতাব্দীর বেশি সময় ধরে ইতালির সিনেমা ইতিহাসে রাজত্ব করেছেন তিনি। তার জাদু সবসময় দর্শকদের হৃদয়ে থেকে যাবে’।