আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল দেশ টিভি অনলাইন। শনিবার দেশ টিভির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশ টিভি অনলাইনের শুভ সূচনা করেন চ্যানেলটির নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট তৌফিকা আফতাব।
দেশ টিভি অনলাইনের আনুষ্ঠানিক উদ্বোধনে সভাপতিত্ব করেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও দেশ টিভি অনলাইনের সম্পাদক আরিফ হাসান। তিনি বলেন, দর্শকদের আস্থা ধরে রাখতে সদা প্রস্তুত দেশ টিভি অনলাইন।
অনুষ্ঠানে দেশ টিভির নির্বাহী চেয়ারম্যান তৌফিকা আফতাব বলেন, খুব ভালো লাগল দেশ টিভির উত্তরোত্তর উন্নতি হচ্ছে। আমাদের মোড়ক উন্মোচন হলো, ভিউয়ার্স বাড়ানোর ব্যাপার হচ্ছে, আজকে আবার অনলাইনের সফট লঞ্চিং হলো, সেগুলো শুনতে ভালো লাগে, লোকজন প্রশংসা করে দেশ টিভির। সবারই ভালো লাগে, যারা কাজ করে তাদের তো আরও ভালো লাগে। তবে একা কোনো কিছুরই তো কিছু হয় না। আমরা যদি সম্মিলিতভাবে সবাই কাজ করি ইনশাআল্লাহ দেশ টিভি এই সাফল্য ধরে রাখতে পারবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ টিভির প্রধান বার্তা সম্পাদক ফারুক হোসেন, আউটপুট হেড ফরহাদুল ইসলাম, সিনিয়র নিউজ এডিটর মিজানুর রহমান ও হেড অব ব্রডকাস্ট আলমগীর জাহান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন