দিনাজপুরে নৃত্যের বিভিন্ন কলাকৌশল নিয়ে ৪ দিনব্যাপী কথ্বক নৃত্য কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। কর্মশালায় তৎকার, তেহাই, টুকরা, তোড়া, লাড়ি, কথ্বক নৃত্যর বনসমুই ইত্যাদির উপর ৩০ জন প্রশিক্ষনার্থী অংশ নিয়েছেন।
কর্মশালায় প্রশিক্ষন দিচ্ছেন ঢাকা হতে আগত কথ্বক নৃত্য গুরু সাজু আহম্মেদ। বুধবার দিনাজপুরের নৃত্য চর্চার বলিষ্ঠ সংগঠন অগ্নিলা নৃত্য নিকেতনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন অগ্নিলা নৃত্য নিকেতনের পরিচালক ও কর্মশালার প্রধান সমন্বয়কারী রওনক আরা হক নিপা।
বিডি প্রতিদিন/হিমেল