অস্কারজয়ী সিনেমা ‘প্যারাসাইট’র অভিনেতা লি সান কিয়োন আর নেই। বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি পার্কের পাশে গাড়ির ভেতর থেকে এই অভিনেতার মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর বিবিসির।
এক প্রতিবেদনে গণমাধ্যমটি জানিয়েছে, লি সান আত্মহত্যা করেছেন কি না তা স্পষ্ট নয়। লির বাড়িতে একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ রাখা হয়েছে সিউলের একটি হাসপাতালে।
গত অক্টোবরে লির বিরুদ্ধে নাইটক্লাবে অবৈধ মাদক গ্রহণের অভিযোগ উঠেছিল। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিউল পুলিশ। সে সময় পুলিশের কয়েকদফা জেরার মুখোমুখি হতে হয় লিকে। এরপর দক্ষিণ কোরিয়ার বাইরে তার ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তিনি বাদ পড়েন টিভি সিরিজ ‘নো ওয়ে আউট’ থেকেও।
২০২০ সালে অস্কার জিতে নেওয়া ‘প্যারাসাইট’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেন লি সান কিয়োন। সিনেমাটি মুক্তি পায় আগের বছর ২০১৯ সালে। এছাড়া গত বছর সায়েন্স ফিকশন সিনেমা ‘ডক্টর ব্রেইন’ এ অভিনয়ের জন্য লি এমি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক