মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে চন্দন সিনহার পুরস্কার না পাওয়ায় নিজের বেদনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক মুন্নি সাহা। পাঠকদের জন্য স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।
এই ছবি গুলো দেখলেই মনটা খারাপ হয়। দাদার(চন্দন সিনহা) সাথে গেছিলাম মেরিল প্রথম আলো পুরস্কার এর অনুষ্ঠানে। কনফিডেন্ট ছিলাম, দাদা এবার পুরস্কার পাবেই। 'অামি নি:স্ব হ'য়ে যাবো 'গানটির জন্য। এই ছবি দুটা নাম ঘোষনা অাগ মুর্হূতে। শেষতক যা হলো গোটা জাতি জানে। মানতে পারছিলাম না... দাদাই অামাকে সান্তনা দিচ্ছিল, বলছিলো তুই অামাকে ভালবাসিস তো এই জন্য biased. দাদা কে অসাধারন মহৎ মনে হচ্ছিলো। যে গানটা আলোড়ন তুলেছে, মানুষের মুখে মুখে ছিলো, সেটা পুরস্কার না পেয়ে অন্যটা পেলো! আর শালা খোদ শিল্পীই আমাকে সান্তনা দেয়,আমি biased বলে... দাদা উদার, ক্ষমা করার অসীম ক্ষমতা। আর নিজে নিজে রবীন্দ্র নাথ ভাজি--- "ক্ষমিতে পাড়িলাম না, ক্ষম হে মম দীনতা"।
সেদিন ইত্তেফাকে আসিফ আকবরের coment প'ড়ে, অভিভুত! আসিফ ভাই বলছেন, নি: স্ব হয়ে যাবো গানটিই পুরস্কার পাওয়া উচিত ছিলো, আমি জানিনা, আমি কিভাবে পেলাম'! এবার আসিফ ভাইয়ের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে এলো। নিজে পেয়েছেন পুরস্কার, কিন্তু সচ্ছতা নিয়ে নিজেই সন্দেহ প্রকাশ করেছেন... কী অসাধারন.. কী মহানুভব! তাঁর প্রতি শ্রদ্ধা, আরো শ্রদ্ধা বাড়লো। খুশী হতাম, যদি প্রিয়, পত্রিকাটির প্রতি শ্রদ্ধা বাড়তো। এই পুরস্কার নিয়েও স্বচ্ছতার প্রশ্ন প্রথম আলোর বিরুদ্ধে না উঠতো।