শোক দিবসে বিএনপি চেয়ারপারসনের জন্মদিন উদযাপনে তীব্র দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়।
ক্ষোভের সঙ্গে তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের বক্তব্যের প্রতিক্রিয়ায় জন্মদিন উদযাপনে বাধ্য হলে আমাদেরও প্রতিক্রিয়া দেখানো উচিত।
বৃহস্পতিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সব কথা লিখেন।
জয় ক্ষোভের সঙ্গে প্রশ্ন করেন, আমরা আর কত বছর এমন অপমান সহ্য করে যাবো? আর কি করলে এর প্রতিক্রিয়া দেখাতে পারবো আমরা?
তিনি তার ফেইসবুকে লিখেন, বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে, জাতির জনককে সপরিবারে নির্মমভাবে হত্যা করার দিনে খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন করতে তাদেরকে বাধ্য করা হয়েছে।
তিনি বলেন, এটা কি সত্যিই তাদের যুক্তি? তাদের কোনো লজ্জা নাই। নাই কোনো চরিত্র বা নীতি। এটা মানবতাহীন বা নৈতিকতাবিহীন মানুষের একটি দল।
তিনি বলেন, যদি তারা আওয়ামী লীগের বক্তব্যের কারণে এই জঘন্য জিনিসটি করতে বাধ্য হয়, তবে একইভাবে আমাদেরও উচিত তাদের প্রতি উপযুক্ত প্রতিক্রিয়া দেখানো।