মেধাবী নিষ্ঠাবান আদর্শবাদী এই ছাত্র নেতাকে সদ্য স্বাধীন দেশে কারা অস্ত্রের মুখে আবাহনী ক্লাবে তুলে নিয়ে নির্যাতন করেছিল। এতো ক্ষমতা কিন্তু গডফাদারেরা সেদিন তাঁর চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস দেখাতে পারেনি। একবারই শুধু দরজার আড়াল থেকে জিজ্ঞেস করেছিল 'আপনি আব্বার বিরুদ্ধে কেন গেলেন'? গুম নিয়ে পাণ্ডিত্য ফলাবেন আর তার উৎসের সন্ধান করবেন না তা কি হয় ভাইজান?
এই সেই ছাত্র নেতা, যাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একচেটিয়া ভোট দিয়ে ডাকসু'র ভিপি পদে নির্বাচিত করেছিল। কিন্তু নির্মম পরিহাস স্বাধীন বাংলাদেশে প্রথম প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে ব্যালট বাক্স ছিনতাই করে সেই নির্বাচন বানচাল করে দেয়া হয়েছিল? কারা সেদিন ছাত্র রাজনীতির ইতিহাসের সেই জঘন্যতম কাণ্ডটি ঘটিয়েছিল? ছাত্র রাজনীতি নিয়ে বড় বড় মাতব্বরি মারাবেন আর ইতিহাস জানবেন না তা কি হয় মিয়াভাই? চৌদ্দ গুষ্টির কেউ সেই সময় ঢাকা ইউনিভার্সিটিতে থাকলে জিজ্ঞেস করে দেখতে পারেন কথাগুলো মিথ্যা না বানিয়ে লিখেছি? হ্যাঁ, এই পালোয়ানের নাম আ ফ ম মাহবুবুল হক। জঙ্গি হামলায় গুরুতর আহত হয়ে মহান মুক্তিযুদ্ধের এই ইনেসটেকটার আজ স্মৃতিশক্তি হারিয়ে চিকিৎসাধীন অবস্থায় কানাডার রাজধানী অটোয়ায় মেয়ে জামাতার বাসায় দিনযাপন করছেন। গত সপ্তাহে তোলা ছবি।
(লেখকের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/১৩ জুলাই, ২০১৭/মাহবুব