ঢালিউডের আলোচিত ছবি 'ডুব' মুক্তি পাচ্ছে আগামী ২৭ অক্টোবর। ছবির মূল অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা মঙ্গলবার দুপুরে এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন।
ফেসবুকে তিশা আরও লিখেছেন, অবশেষে আসছে আপনাদের ছবি 'ডুব'! এইটুকু বলতে পারি, ছবিটা দেখে বের হওয়ার সময় চরিত্রগুলোর জন্য মায়া হবে, মন উদাস হবে, বিষন্ন হবে। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে আসবে, 'বুকের ভেতর বয়ে চলে পাহাড় নামের নদী, আহারে জীবন, আহা জীবন!'
'ডুব' ছবিতে তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন বলিউড তারকা ইরফান খান, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র, বাংলাদেশের রোকেয়া প্রাচী প্রমুখ। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া, এসকে মুভিজ ও ইরফান খান।
বিডি প্রতিদিন/৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা