এরা কারা? একটা সিনেমা যখন তৈরী করার পরিকল্পনা হয়, তার জন্য সর্বপ্রথম দরকার পড়ে একজন লগ্নীকারক, অর্থাৎ প্রযোজক। একজন প্রযোজকই প্রথম ভাবে এই গল্পে বা এই নীতিমালায় সে টাকা লগ্নী করবে কি না? বা তার লগ্নীকৃত টাকা কতখানি নিরাপদ।
তারপর সে তার সিনেমার জন্য একজন পরিচালক নিয়োগ দেয় পর্যায়ক্রমে শিল্পী ও কলাকুশলী। যৌথ প্রযোজনায় সিনেমা করবে কি না? বা এই নীতিতে তারা সিনেমা বানাতে পারবে কি না, এই সিধান্ত নিবে একজন প্রযোজক।
এই নীতিমালার খসড়া যখন তৈরী করা হয়, সেই কমিটিতে কি কোন প্রযোজক ছিল? ছিল না। এই কমিটিতে ছিল ফারুক সাহেব, গুলজার সাহেবসহ আরও কিছু পরিচালক এবং কিছু সরকারি কর্মকর্তা।
এখন প্রশ্ন হল ফারুক সাহেব বা তার সহযোগীরা তো সিনেমা বানাবে না। যে প্রযোজকরা যৌথ প্রযোজনায় সিনেমা বানাবে সেই প্রযোজক বা কোন প্রযোজক কি প্রস্তাবিত নীতিমালা কমিটিতে ছিল? যদি না থাকে, তাহলে কার জন্য এই নীতিমালা? যৌথ প্রযোজনা বন্ধ করার জন্য এই নীতিমালা? বাংলাদেশের হলগুলি একে একে বন্ধ করার জন্য এই নীতিমালা?
এরা কারা ? যারা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করতে চাচ্ছে? চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট সকলের তথা সমগ্র দেশবাসীর উচিত এদেরকে এখনি প্রতিহত করা।
(চলচ্চিত্র প্রযোজনা ও পরিবেশক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা