বাংলাদেশে এমন তো হয়েই আসছে বিবাহিত বা অবিবাহিত বা বয়স লুকিয়ে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে থাকেন অনেকে। আর তা জানা সকলের। আয়োজকদের পছন্দের প্রতিযোগীও থাকেন। তিনিই প্রথম হন, এমন ধারণাও তো আছে। এটা কি এতো বড় কিছু!!!
যে দেশে ১৬ বছরে মেয়েদের বিয়ের বিধান আছে সেই দেশে বাচ্চা সমেতও সুন্দরি হতে আমি কোন সমস্যা দেখি না। আর যিনি প্রথম হয়েছেন তিনি তালাকপ্রাপ্ত, তো!!!
সুন্দরী প্রতিযোগিতাতে যে কোন অবস্থানে থাকা মেয়েরা প্রতিযোগিতা করতে পারবেন এমন হলেই ঠিক আছে।
এখন প্রশ্ন হলো যা কিছু খানিক গোপনে হয় তা মঞ্চের উপর হয়েছে, এই যা, এ আর এমন কি!!! মেনে নেয়া তো আমাদের স্বভাবেই আছে! মেনে নিলে ই তো হয়।
মেয়েটা পড়েছি বাইক চালায় ভালো। কেউ কিছু বললে পেটাতে পারবে। এই মেয়েই ঠিক আছে। অহেতুক কথা বন্ধ হলেই ভালো।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৭/ফারজানা