'ঢাকা অ্যাটাক' অসাধারণ একটি চলচ্চিত্র! প্রতিটি মুহূর্ত ছিল আকর্ষণীয়! গল্প, চরিত্র নির্বাচন, অভিনয়, সাউন্ড, প্রযুক্তির ব্যবহার, এনিমেশন, সবই ছিল নিখুঁত!
সবাইকে অনুরোধ করবো একবার হলেও মুভিটি হলে গিয়ে দেখে আসুন। বিশেষ করে তরুণদের দেখার জন্য অনুরোধ রইলো।
আমাদের সামনে ৫২ বা ৭১ নেই, কিন্তু নিজেকে দেশের জন্য উৎসর্গ করার অনেক পথ আছে। দেশকে, দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য আমাদের প্রত্যেককে যার যার যায়গা থেকে কাজ করে যেতে হবে।
ব্যক্তি স্বার্থের ঊর্ধে উঠে কিভাবে একজন তরুণ পুলিশ অফিসার নিজের জীবন বাজি রেখে দেশের মানুষের নিরাপত্তা প্রদানের জন্য দায়িত্ব পালন করে সেই উপলব্ধি আমাদের সবার থাকা উচিৎ।
ব্যক্তিগত বা পারিবারিক প্রেম ভালবাসার থেকে দেশপ্রেম যে সবার উপরে সেই উপলব্ধি আমাদের সবার থাকা উচিৎ।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৮ অক্টোবর, ২০১৭/ফারজানা