সিনেমা জগতে দুটা দল আছে। একদলে আমি একদলে আপনি।
অসুবিধা কি ?
কিন্তু দেশের বেলায় সবার এক থাকা উচিৎ। দেশের ছবির মান নিয়ে আমি লড়াই করছি। আসল না নকল পরে দেখা যবে।
আগে ছবিটা দেখতে হবে। এমন ছবি বাংলার পর্দায় আগে দেখেন নাই। একবার নয় আপনি বারবার দেখবেন।
অন্তর জ্বালা দেখে আমার শত্রু'ও (নাই) যদি জায়েদ খান'কে বুকে জড়িয়ে না ধরে তাহলে, আমার ৪০ বছরের সিনেমা জীবন বৃথা।
১৫ ডিসেম্বার। আর মাত্র কয়টা দিন। বিজয়ের মাস, বাংলাদেশের সিনেমার সাথে থাকুন।
(নির্মাতার ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৩ ডিসেম্বর ২০১৭/হিমেল