চলচ্চিত্রকে আগেও ভালোবেসেছি, এখনো ভালোবাসি, যতদিন বাঁচবো ভালোবেসেই যাবো। তাই তো চলচ্চিত্র নিয়েই ভাবনা:-
নাম্বার-১: কলকাতার ছবি নিয়ে খুব চিন্তিত ছিলাম এক সময় কিন্তু এখন ভাবছি আর চিন্তা করবো না। কারণ ওদের ছবিগুলোর ৩২টি দাঁত ভেঙ্গে দিয়েছে আমাদের দেশের দর্শকরা।
দর্শকরা বুঝিয়েছে কলকাতার ছবি তাদের পছন্দ না, তাহলে বন্ধ হোক সে ছবি।
নাম্বার-২: তৌকির আহম্মেদ'কে আমি খুব বড় মাপের একজন পরিচালক হিসেবে দেখছি। এগিয়ে যাক 'হালদা' আর যদি থাকে 'বিপাশার' মতো পার্সোনালিটি।
জয় হোক বাংলা চলচ্চিত্রের, জয় হোক 'হালদা'র জয় হোক তৌকির আহম্মেদের।
'আমি ও আমার পরিবার'।
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/০৯ ডিসেম্বর ২০১৭/আরাফাত