শাফিন আহমেদ এবং হামিন আহমেদ দুইজন তো আপন ভাই, তাই না? আমি ছোটবেলায় দুইজনকে আলাদা করতে পারতাম না, ভাবতাম জমজ ভাই।আমি আইয়ুব বাচ্চু আর জুয়েলকেও আপন ভাই মনে করতাম। একই রকম লাগতো।
ভাই-ভাই বা ভাইবোন সম্পর্ক থাকা উচিত পানির মতো স্বচ্ছ। না থাকা উচিত কোনো রকম স্বার্থ, না থাকা উচিত কাউকে ঠকানোর কোনো ইচ্ছা। উদারতাই হলো পবিত্র সম্পর্কগুলোর এর ভিত্তি।
যদি একটাকা অন্যায়ভাবে খেয়ে থাকে, খেলে নিজের ভাই-ই বা বোন-ই খেয়েছে, এইটাতে এতো হিসাব নিকাশ করে রক্তের বন্ধনগুলো দূষিত করার কি প্রয়োজন আছে? কবরে কি কোনো কিছু কেউ নিয়ে যেতে পারে? রয়্যালটিও কি নেয়া যায়?
টাকা কড়ি ধন সম্পত্তি অনেক অনেক বাড়ি গাড়ি,
ঠিকানা এই ছড়াছড়ি আমি তুমি বাড়াবাড়ি,
মরলে সংগে যাবে না কোনো কিছুই তোমার অংশিদারি,
ঠিকানা শুধু এক সমাধি,
সাড়ে তিন হাত মাটি... আইয়ুব বাচ্চু
(মাকসুদা আক্তার প্রিয়তির ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর, ২০১৭/ফারজানা