আমার ভাই-ব্রাদার রাশি ঈর্ষণীয়।'শনিবার বিকেল' ছবির যখন প্রস্তুতি নিচ্ছি, তখন একদিন আদনানের টেক্সট (বার্তা) পাইলাম- 'বস আপনার এই শ্যুট-য়ে থাকতে চাই!'
ভাবলাম এমনি বোধ হয় ঘুরতে আসবে। একদিন রনিও বলে বসলো, 'বস আমিও থাকবো।'
তারপর কয়েকদিন তারা আসা-যাওয়া করলো। তারপর কোন ফাঁকে যে তারা পুরনো ঘরের দায়িত্ব নিয়ে নিলো, কেউ টের পেলাম না। যার যার কাজ কাম বন্ধ করে তারা পুরোদস্তুর সহকারী পরিচালক। আই ওয়াজ ফিলিং হ্যাপি এন্ড ইমোশনাল। (খুব আনন্দ হচ্ছিল এবং আবেগী হয়ে পড়েছিলাম। আনন্দিত, কারণ তাদের কর্তৃত্ব আমার ইউনিটের জন্য কাজটা সহজ করে দিলো।
আবেগ, কারণ সেই একই আবেগে তারা নিজের বাড়ির দেখা শোনা করতে লাগলো। মাঝে যে তাদের নিজের সংসার হয়েছে, নিজের আলাদা বাড়ি হয়েছে, তাতে যে এই পুরনো বাড়ির সঙ্গে একটা অতিথিসুলভ দুরত্ব তৈরি হওয়া উচিত তার কিছুই টের পেলাম না। আমার দলের নতুন সহকারীদেরও তারা এমন সহজভাবে নিলো যে তারাও নিজেদের গুরুত্বহীন ভাবলো না।
লেডিস এন্ড জেন্টলম্যান, এই হলো আমার 'শনিবার বিকেল' ছবির গভীর প্রেমে পাওয়া দুই প্রধান সহকারী পরিচালক। সেই একই মানুষ, কিন্তু পরিণত মাথা।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/১৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা