কী নাকি দিবস ছিল আজ? বোঝার সুযোগ হয়নি...মাত্র বাসার পথে....
কাল ও নাকি কী দিবস? বোঝার সুযোগ কম, বুঝতেও চাইনা।
১১-১২ বছরের পিচ্চিরা লাল গোলাপ কিনছে, বিশ্বায়ন আর পুঁজিবাদ ছেয়ে গেছে।
আরও যাবে..
আসিতেছে শুভদিন, দিনে দিনে বাড়িয়াছে বহু দেনা, শুধিতে হইবে ঋন
(রিপোস্টেড- কী অদ্ভূত মিল গত বছর আর এই বছরের সাথে!)
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)।
(লেখকের ফেসবুক পেজ থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর