'বিজলী' তে সুপার ভিলেন হিসেবে কাজ করছি। অথচ পত্রিকায় আর্টিস্ট লিস্টে এমনও আর্টিটস্টের নাম দেয় যারা ছবিতেই নাই। কী সাংবাদিকতা করে যে গুরুত্বপূর্ণ ভিলেনের খবরই জানে না। নাকি জেনেও না জানার ভান করে দেখা সাক্ষাৎ করি না বলে?
পেশাগত দিকে এসব নামসর্বস্ব অযোগ্য সাংবাদিক আমাদের চলচ্চিত্রের জন্য হুমকি। তোষামোদি আর চাটাচাটি করে কাজ করি না, একজন টাইগার রবি হতে অনেক সাধনা করতে হয়, আমার পরিচয় পর্দায়, পত্রিকায় না।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৪ মার্চ, ২০১৮/ফারজানা