নিদাহাস ট্রফির ফাইনালের টান টান উত্তেজনাকর ম্যাচে শেষ বলে জিতেছে ভারত। আর শিরোপা জয়ের আক্ষেপটা আবারও বেড়েছে বাংলাদেশের। তবে ম্যাচটা জিততে পারত বাংলাদেশও। যদি ১৯তম ওভারে ২২ রান না দিতেন রুবেল হোসেন। ওই ওভারের প্রথম তিন বলেই ১৬ রান তুলে নেন দিনেশ। আর শেষ তিন বলে ৬ রান। সবমিলিয়ে ২২ রান। আর এখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ।
আর রুবেলের এমন বোলিংয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। কেউ কেউ হারের জন্য রুবেলকেই দায়ী করছেন। আবার কেউ কেউ বলছেন দিনেশ কার্তিকের দানবীয় ব্যাটিংয়ের কাছে রুবেলের কিছুই করার ছিল না।
হাবিবুল্লাহ ফারহান নামে একজন ফেসবুকে লিখেছেন- 'রুবেলের ওভারে আমি স্তব্দ।'
ফখরুল বাশার মাসুম লিখেছেন- 'প্রথম বলেই কিন্ত রুবেল উইকেট নিয়েছে... ম্যাচ জিতিয়েছে দীনেশ কার্তিক... '
শামীম আহমেদ নামে একজন লিখেছেন- আজকের খেলার হারার একমাত্র নায়ক রুবেল হোসেন।
সৌরভ অভি লিখেছেন- Its ok bad luck... dont forget world cup 15.... he turned dice back.
হালিমা জান্নাত নামে একজন লিখেছেন- 'মাশুল দিতে হল রুবেলের ওভারের'
বিডি প্রতিদিন/১৯ মার্চ ২০১৮/হিমেল