দৈনিক খাবারের মেন্যুতে কোন কোন খাবার অবশ্যই থাকা উচিত এই বিষয়ে দুই পুত্রের জন্য একখানা চার্ট বানিয়েছি আমি... পুত্রদ্বয় চার্ট দেখে শাক/সবজি খায়... ফল কোনদিন কোনটা খাবে সেটাও ঐ চার্টে দেয়া তালিকা থেকে বেছে নেয়...
ফলের ক্ষেত্রে তাদের অপছন্দের নাম 'কলা'... নানান ঢং ঢাং করে কনিষ্ঠজনকে কলা খাওয়া শিখিয়েছি... এ বিষয়ে ‘ডেসপিকেবল মি’ ছবির ‘মিনিয়ন’ নামক প্রানী ‘বানানা’ গান গেয়ে আমাকে যথেষ্ট সাহায্য করেছেন... ‘মিনিয়ন’ ভাইয়ার প্রতি অশেষ কৃতজ্ঞতা...
এতদিন তারা দুই ভাই সবরি কলা খেতেন, আজ বড়পুত্র বললেন তিনি ‘সাগরের কলা’ খেতে চান... স্কুলের বন্ধু মারফত তিনি জেনেছেন এই জিনিস খেতে নাকি খুবই মজার...
আমি জানতে চাইলাম এটার নাম ‘সাগরের কলা’? তার উত্তর: 'মা, এই কলাটা সাগরের পাড়ে হয় তো... তাই এটার নাম 'সাগরের কলা'...'
হে আল্লাহ... পুত্রদ্বয় বড় হতে হতে আরও কত নতুন জিনিস যে শিখতে হবে কে জানে...!
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৫ এপ্রিল, ২০১৮/ফারজানা