অসাধারন সিনেমাটোগ্রাফী
পরীমণি নিজের জাত চেনালো... ক্ষেত্র বিশেষ তার অভিনয় তার সৌন্দর্যকেও ছাড়িয়ে গেছে... অভিনয়ের তার যদি ক্ষুধা না থাকতো এই আউটপুট দেয়া অসম্ভব ছিল... এই ক্ষুধাই তাকে আরো অনেক দূর নিয়ে যাবে...
স্বল্প উপস্থিতিতেই মিশা সওদাগর ভাই বুঝিয়ে দিলেন চলচ্চিত্রে অপরিহার্য তিনি... তাঁর ভয়েস লেভেল এর ডেপথ দৃশ্যের মাত্রাই অন্য উচ্চতায় নিয়ে যায়...
ইরেশ যাকের ভাই দূর্দান্ত...
ফজলুর রহমান বাবু ভাই, অস্থির অভিনয়...
এই ছবিতে সবাই সবারটা করেছে... শুধু আরো একবার বলবো , পরী তার ডানা কেটে যে চ্যালেঞ্জ নিয়ে শুভ্রা হয়েছে তা এতোটাই সফল যে এখন থেকে নিঃসন্দেহে পরীকে মাথায় রেখে চরিত্র সাজিয়ে তার উপর গল্প বাজি ধরা যাবে... বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সূচিত্রা সেনের জন্মদিনে শুভ্রা রূপে পরীর নতুন জন্ম হলো... ৬ এপ্রিল...
পরিশেষে আবারো... আমি এই সিনেমার সিনেমাটোগ্রাফীর প্রেমে পড়েছি...
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর