স্ট্যাটাসেও ধর্ষণ হয়। হিজাব নিয়ে একটি পোস্ট করে দেখুন! আদিকালের মানুষ লেংটা ছিল। লেংটার কারণে কামুক ছিলো। নজরে পড়লেই ধর্ষণ হতো।
নজর থেকে বাঁচতে মেয়েরা নিজেকে গাছের ছাল ও পাতা দিয়ে ঢাকতে শুরু করলো। নিজেকে ঢাকা মানে অন্যের নজরে না পড়া। এ পদ্ধতি কার্যকর হলো। পুরুষদের কামনা কমলো।
এরপরই কাপড় আবিষ্কার হলো। পোশাক তৈরি হলো। ধর্ষণ কমে গেলো। সমাজ গড়ে উঠলো। ভালোর সাথে মন্দ কিছু থেকেই গেলো।
পাঁচ বছরের শিশু কেনো, কবর থেকে লাশ উঠিয়ে'ও ধর্ষণ হচ্ছে। এই সব খোঁড়া যুক্তি না দেখিয়ে ভালো করে তাকিয়ে দেখুন হিজাবে মেয়েরা বেশি সুন্দর।
(জানি সিনেমার মানুষের মুখে এই সব কথা মানায় না।)
হিজাব
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৭ এপ্রিল, ২০১৮/ফারজানা