এশিয়ান টিভিতে লাইভ দেখছি। গায়িকা মমতাজ আপা তার অন্য হিট গানের মতো আমার লেখা 'পাংখা' গানটিও মুখস্থ গাইছেন।
এটা দেখে শেখা উচিত পূজাদের মতো এ সময়ের অহেতুক তারকা সাজতে চাওয়া গায়ক-গায়িকার। এদের উচিত, মমতাজদের মতো সত্যিকারের বড়মাপের গায়িকাদের জীবন থেকে শিক্ষা নেয়া।
নামকাওয়াস্তে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে বাপ-মায়ের টাকা তথা পরিবারের টাকা বিসর্জন দিয়ে গায়ক-গায়িকা হইতে আসে যারা তাদেরকে সাবধান করা উচিত মৌলিক গানের মানুষদের।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/৭ এপ্রিল, ২০১৮/ফারজানা