সম্ভবত আজ আমার ভাল সময় যেতেও পারে আবার নাও যেতে পারে!!
আমার ভালবাসা শুধু আমারই ভালবাসা
নাহ দেখিনা; কিছু জায়গাতে ভয় থেকে যায়! ভালবাসার কষ্ট পাওয়ার ভয়- তাই দেখিনা...
তুমি হয়তো দেখবে শ্বেত শুভ্র আকাশনীলে আমার ভালবাসা বিলীন হয়ে কোথায় চলে গেছে, আসলে তা হারিয়ে যায়না, রয়ে যায় বুকের গভীরে- অন্তরের অন্ত:স্থলে...!
ভালবাসা প্রিয় শৈশব, ভালবাসা প্রিয় আর্জেন্টিনা এবং ভালবাসা প্রিয় মেসি...
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর