আমি খুব মিস করি সিনেমার চেনা মুখগুলো। এফডিসিতে না যেয়ে নিজেকে মনে হয় প্রবাসী। এইটা আমার আবেগ।
বাস্তবতা অন্য রকম। আমি আগের চাইতে ভালো আছি। আমি আমার পরিবারের সবাইকে খুশি করতে পেরেছি।
সিনেমায় থাকলে কী হতো? নিজেকে অন্ধের মতো ভালোবাসার নামই সিনেমা। সকাল থেকে মাঝ রাত পর্যন্ত নিজেকে সবার মাঝে
অমর করে রাখার প্রতিযোগিতা করার নামই মিডিয়া।
নিজের জন্য তো অনেক করলাম। আর কতো? এবার নিজকে কাজে লাগাতে চাই ছেলে মেয়েদের জন্য। বাকিটা আল্লাহর ইচ্ছা।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা