রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে ৪ দিন ধরে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামী যাত্রীদের। বাধ্য হয়ে অনেকে ঘণ্টার পর ঘণ্টা পায়ে হেঁটে আফিসে যাচ্ছেন। এতো কিছুর পরও যেন কারও চোখে-মুখে ক্লান্তি কিংবা বিরক্তির ছাপ নেই। ক্ষোভ প্রকাশ না করে উল্টো বাহবা দিচ্ছেন সবাই। অন্যদিকে, অবরোধ করলেও অ্যাম্বুলেন্স থেকে শুরু করে অসুস্থ রোগিদের চলাচলের পথ করে দিয়ে মানবিকতার পরিচয় দিয়ে যাচ্ছেন ছোট ছেলে-মেয়েরা।
এরই মধ্যে দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এর মধ্যে একটি-একজন অসুস্থ নারী ক্রাচ নিয়ে রিকশায় যাচ্ছিলেন। আন্দোলনকারী কয়েকটি ছেলে বিষয়টি বুঝতে পেরে সেই নারীকে যাওয়ার পথ করে দেয়। এই অসাধারণ মানবিক ছবিটি এখন সোশ্যাল সাইটে ভাইরাল। এত ছোট ওরা, অথচ কতটা পরিণতভাবে ভাবতে পারছে!
সোশ্যাল সাইটে আরকেটি ছবি বিপুল শেয়ার হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, তীব্র রোদের মাঝে রাস্তায় বসে স্লোগান দিচ্ছে স্কুল-কলেজের ছেলেমেয়েরা। পিপাসার্ত সেই ছেলে-মেয়েদের মুখে বোতল হাতে পানি তুলে দিচ্ছেন একজন মা।সবাইকে সাধ্য অনুযায়ী পানি দিয়ে যাচ্ছেন তিনি!
এরপর থেকে সবার মুখে মুখে বলাবলি হচ্ছে, রাস্তায় আছে সাহসী সন্তানরা, পাশে আছেন তাদের সাহসী মা। এই দেশের আর ভয় কী?
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৮/মাহবুব