প্লিজ যা কিছুই বলেন, করেন আর শোনেন, অথেনটিসিটি যাচাই না করে পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ তুলে দিয়েন না কারো হাতে!! শিশুদের আন্দোলনটি ওদের মাঝে আর নেই...! বহিরাগতরা সুযোগ নিচ্ছে!
সত্যিটা যাচাই করে কথা বললে স্যরি বলতে হয় না, পরে বলা 'স্যরি' অনেক ক্ষতিসাধন করার পর আর কোনো কাজে আসে না...... কোনো কাজেই আসে না।
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/০৪ আগস্ট ২০১৮/আরাফাত