কে হবে মাসুদ রানা ? কিছু দিন আগে জানিয়ে ছিলাম যে জাজ মাসুদ রানার প্রথম ৩টি গল্প নিয়ে ৩টি সিনেমা বানাচ্ছে । কিন্তু কে হবে মাসুদ রানা ? সেই ২৭ বছরের ৫’ ১১” লম্বা, সুঠাম পেটানো শরীর, রোদে পোড়া তামাটে রং এর মাসুদ রানা ।
অনেকেই বিভিন্ন নায়কের কথা বলেছে । কিন্তু অনেকেই বলেছে, নতুন নায়ক নিতে । কাজী আনোয়ার হোসেন স্যার বর্তমানের নায়কদের (বাংলাদেশের) কারো মধ্যেই মাসুদ রানা কে দেখতে পান না ।
তাই আমারা পরিকল্পনা করলাম, নতুন নায়ক নেওয়ার । আমরা কথা বললাম ইউনিলিভার এর সাথে। তাদের জানালাম একটা রিয়েলিটি শো এর মাধ্যমে আমরা মাসুদ রানা কে খুঁজে বের করতে চাচ্ছি। এবং এই মাসুদ রানা অবশ্যই বাংলাদেশের ছেলে হতে হবে ।
ইউনিলিভার জানালো যে তারা ফেয়ার এন্ড লাভলি ম্যানস “কে হবে মাসুদ রানা” নামে একটি রিয়েলিটি শো এর মাধ্যমে, মাসুদ রানা কে খুঁজে বের করবে । সাথে মিডিয়া পার্টনার হলো চ্যানেল আই । যে কোন বাংলাদেশী পুরুষ নাগরিক বা বাংলাদেশী বংশোদ্ভূত কে কোন পুরুষ এতে আবেদন করতে পারবেন ।
(জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর