নির্বিবাদী বাচ্চু ভাই ,
গেঞ্জাম প্রিয় আমি ...
আমি উনাকে বিরক্ত করতাম আর উনি...সারাক্ষণ বলতেন ... তুই গোস্বা করিস না, শুধু গান গা, আল্লাহ তোরে কণ্ঠ দিসেন, চুপ থাক, সবার সাথে মিলে চল, আর আমি সব শুনে পুরনো অভ্যাসেই ছিলাম, তিনি আমার পরিবারকে ভালবাসতেন।
অনেক জ্বালাইসি বাচ্চু ভাই, আমার পরিবার কাঁদে আপনার জন্য। আপনি ক্যাডেট পড়ুয়া রণ রুদ্র'র খবর নিতেন সর্বদাই। আপনার জন্য রণ রুদ্র মিতু'র মন ঘন মেঘে আচ্ছাদিত, আর আম্মাকে এতো ভালবাসা দিয়েছেন, উনার দোয়া আপনার জন্য আছেই...
আর আমি... জ্বালাবোই আপনাকে...
আপনি শিশুদেরও বাচ্চু ভাই।
ভাল থাকুন মহান আল্লাহ্র কাছে বাচ্চু ভাই... আমীন...
(ফেসবুক থেকে সংগহীত)
বিডি প্রতিদিন/ফারজানা