আজ পর্যন্ত কোন বাংলা (দুই বাংলা) সিনেমার ট্রেইলার ২৪ ঘণ্টায় এত ভিউ হয় নাই । সাধারণত গান ইউটিউব এ প্রকাশ করলে, ২৪ ঘণ্টায় ৫ লক্ষ বা ১০ লক্ষ এর রেকর্ড জাজেরই আছে।
কিন্তু সিনেমার ট্রেইলার !!! সাধারণত সর্বোচ্চ ১ লক্ষ ভিউ হয় ২৪ ঘণ্টায়। এমনকি কি পোড়ামন ২ এর ট্রেইলার এর ১ দিনের ভিউ ছিল ১ লক্ষ এর মত। কিন্তু দহন এর ট্রেইলার !!! প্রায় ১০ লক্ষ (১ মিলিয়ন)। জানি, ট্রেইলারটি ভাল হয়েছে! কিন্তু এতো ভিউ হবে কল্পনাও করিনি।
এটা শুধু জাজের ফেইসবুক ও ইউটিউব চ্যানেল এর হিসাব। এই ছাড়া ও শুধু ফেইসবুক এর শেয়ার আছে ৪,২৮০ টি। এবং অনেকে ডাউনলোড করে, নিজ নিজ পেইজে, প্রোফাইলে, পোর্টালে বা অনলাইন নিউজ এ আপ করেছে। যার ভিউ জাজের থেকে বেশি হবে বলে মনে করি।
আর ফেইসবুক শেয়ার, এটাও একটা রেকর্ড । ২৪ ঘণ্টায় ৪,২২৮ টি শেয়ার হয়েছে “দহন” এর ট্রেইলার । যা বাংলা চলচ্চিত্রে আরেক নতুন রেকর্ড । এর আগে, পোড়ামন ২ এর একটি পোস্টার সর্বোচ্চ ২,০০০ টি শেয়ার হয়েছিল। সেই রেকর্ড ভেঙ্গে “দহন” এর ট্রেইলার এক নতুন রেকর্ড সৃষ্টি করলো। জাজের এবং 'দহন' এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
বি দ্র- আরেকটি কথা, যারা “দহন” এর ট্রেইলার দেখে মনে করছেন সম্পূর্ণ গল্প বুঝে গেছেন, তাদের ধারনা ভুল। পোড়ামন ২ এর ট্রেইলার দেখে যেমন কেউ বুঝে নাই, শেষ দৃশ্যে (End climex) এ কি আছে, তেমনি “দহন” এর ট্রেইলার দেখেও এর পরিণতি, টুইস্ট, ইমোশন, শেষ দৃশ্যে (End climex) কেউ বলতে বা বুঝতে পারবে না। সম্পূর্ণ সিনেমাটি বুঝতে হলে, সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত দেখতে হবে।
এছাড়া “দহন” এর ৫টি গানের মধ্যে আমরা মাত্র ৩টি গান ছাড়বো, বাকি ২টি গান দেখতে হলে, অবশ্যই সিনেমা হলে আসতে হবে । আর “দহন” সিনেমাতে ওই ২টি গানই সবচেয়ে ভাল। ট্রেইলার এর লিংক : https://youtu.be/TmtoE-yZigs
(জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত