গত কয়েকদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো দেখে অস্থির লাগছে। অস্থিরতা কাটানোর কোনো চেষ্টাও করছি না, বরং- অভ্যস্ত হতে চাচ্ছি এই অস্থির জীবনে।
রোবট হতে ইচ্ছা করে না। তারপরও দিনে দিনে রোবট হয়ে ওঠাটাই শ্রেয় মনে করছি!
প্লাস্টিক হাসির একটা মুখোশ পড়েছিলাম কবে যেন! খুলতেই ভুলে গেছি-
নানানরকম প্রসাধনীর আড়ালে ঢেকে ফেলতে শিখেছি কতশত নির্ঘুম রাত, চোখের কোনে কালো ছায়া।
মাঝে মাঝে গলা ছেড়ে গেয়ে উঠি...
তারপর আঠাবিহীণ এক স্কচটেপ দিয়ে জুড়তে বসি হৃদয়ের খন্ডিত অংশগুলো।
(ফেসবুক পেইজ থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/হিমেল