আজ ১০ মার্চ ফরিদপুরে পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় আজকের এই দিনে ফরিদপুরে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করা হয়। দিনটিকে স্মরণ করতে নানা আয়োজন করা হয়।
স্বাধীনতার পতাকা উত্তোলন উদযাপন কমিটির আয়োজনে রবিবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। বেলা ১১টায় স্থানীয় জেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন করেন স্বাধীনতা যুদ্ধকালীন ডেপুটি লিডার, তৎকালীন ভিপি শাহ মোহাম্মদ আবু জাফর। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুদ্ধকালীন ডেপুটি লিডার, সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে বক্তৃতা করেন বিএলএফ এর মহকুমা লিডার কবিরুল আলম মাও, যুদ্ধকালীন কমান্ডার সালাহউদ্দিন আহমেদ, মোকাররম হোসেন, শাহরিয়ার রুমি, আবুল ফয়েজ শাহনেওয়াজ প্রমুখ। অনুষ্ঠানে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/১০ মার্চ, ২০১৯/মাহবুব