নিউজিল্যান্ডের দুটি মসজিদে যখন নির্বিচার হত্যাযজ্ঞ চলছে, ঠিক একই সময়ে ‘ইয়েলো ভেস্ট কানাডা নামের একটি গ্রুপের ফেসবুক পেজে কানাডার আলবার্টার একটি মসজিদকে গুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে একটি পোস্ট দেয়া হয়।
‘মার্কাজ উল ইসলাম’ নামের এই মসজিদটিকে পুড়িয়ে বা গুড়িয়ে দেয়ার ঘোষণাটি দ্রুত পুলিশের নজরে আসে এবং আরসিএমপি যথাযথ ব্যবস্থা নেয়।
সঙ্গে সঙ্গে হুমকি সম্বলিত ঘোষণাটি পেজ থেকে উধাও হয়ে যায়। ইয়েলো ভেস্ট নিজেরাই এটি সরিয়ে ফেলেছে, নাকি ফেসবুক কর্তৃপক্ষ সরিয়েছে তা জানা যায়নি।
কানাডার মিডিয়া মসজিদ কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করেও কোনো সাড়া পায়নি। তবে কানাডার জননিরাপত্তামন্ত্রী বলেছেন, কোনো অনলাইন প্ল্যাটফরম ব্যবহার করে কেউ যাতে বেআইনি কোনো কাজ করতে না পারে- সে ব্যাপারে সক্রিয় থাকতে অনলাইন প্রোভাইডারদের সঙ্গে তিনি কথা বলেছেন।
লেখক: টরন্টোর বাংলা পত্রিকা 'নতুনদেশ'- এর প্রধান সম্পাদক
(ফেসবুক থেকে সংগৃহীত)