এই ছবিটিতে মাঝখানে ‘Pray For Srilanka’ প্ল্যাকার্ড হাতে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি স্থানীয় মসজিদের ইমাম। তার পাশে আছেন খ্রিস্টানদের উপাসনালয় দুটি চার্চের প্রতিনিধি একজন নারী ও একজন পুরুষ। আছেন হিন্দুদের মন্দিরের কর্মকর্তা।
শ্রীলঙ্কায় চার্চ এবং হোটেলে সন্ত্রাসী হামলায় মানুষ হত্যার প্রতিবাদে টরন্টোর জালালাবাদ অ্যাসোসিয়েশন আয়োজিত প্রতিবাদ র্যালিতে পাশাপাশি দাঁড়িয়ে তারা সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
ইমাম সাহেব তার বক্তৃতায় বলছিলেন, যে কোনো উপাসনালয়ই হচ্ছে পবিত্র স্থান, নিরাপত্তা এবং নির্ভরতার স্থান, ইশ্বরের অবস্থানের স্থান। সেই স্থানের নিরাপত্তার দায়িত্ব প্রতিটি মানুষের। তিনি বিশ্বাসী এবং অবিশ্বাসী সবাইকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানান।
লেখক: টরন্টোর বাংলা পত্রিকা 'নতুনদেশ'- এর প্রধান সম্পাদক
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/এনায়েত করিম