বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থ বিএনপির নির্বাচিত এমপিদের সংসদে যাওয়া নিয়ে সমালোচনা করেছেন। মঙ্গলবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন ‘এটাই পলিটিক্স’ এই কথা বলে কোনো অনৈতিক কর্মকে বৈধতা দেয়া যায় না।
উল্লেখ্য, আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী প্রতীকে লড়ছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। গত ৩০ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জন করেছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের এই প্রার্থী।
বিডি প্রতিদিন/৩০ এপ্রিল ২০১৯/আরাফাত