সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “আমরা বিস্মিত ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগার ওপরে কীভাবে এই ধরনের অবৈধ কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততাকে নিন্দা করি।’
আচ্ছা, এই ‘প্রশাসন’ জিনিসটা কি? এটা কি সরকারের বাইরের আলাদা কোনো ‘জিনিস’! ‘প্রশাসন’ কি সরকারের নিয়ন্ত্রনে থাকে? না কি অন্য কারো? প্রশাসন ঠিকঠাক মতো কাজ করছে কী না- সেটা দেখভালের দায়িত্ব কার?
সরকার আর প্রশাসন কি আলাদা কিছু? মোহাম্মদ নাসিম যখন ‘প্রশাসনের ব্যর্থতা এবং নির্লিপ্ততা’র কথা বলেন, তখন সেটি কি সরকারের ‘ব্যর্থতা এবং নির্লিপ্ততা’কেই প্রকাশ করে না!
লেখক : প্রকাশক ও সম্পাদক নতুন দেশ ডটকম
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ