২০-১১-২০১৯ তারিখের বিজি ০০৯১ বিমানটি (ঢাকা-কলকাতা, সময়: ৭.০৫ ) আকাশে উড্ডয়ন করে প্রায় ২০ মিনিট পরে কলকাতায় না নেমে তখনই ঘোষণা করে যে, বিমানটিতে 'প্রযুক্তিগত ত্রুটি'; যা কলকাতায় সারানো যাবে না, কাজেই বিমানটি পুনরায় বাংলাদেশ ফিরবে এবং বিমানটি বর্তমানে আবারও বাংলাদেশে ফিরে এসেছে..
এখন আমার প্রশ্ন হল: বাংলাদেশ বিমান 'ইঞ্জিরিয়ারিং সেকশন' এর কোনো ধরনের ক্লিয়ারেন্স ছাড়া কীভাবে আকাশে উড্ডয়ন করে? এতজন মানুষের জীবন নিয়ে তারা কীভাবে এ কাজ করতে পারে..
কত মানুষের ৯.০০ মিটিং, কনফারেন্স, ট্রানজিট আছে, যার কারণে তারা মধ্যরাতে উঠে রওনা হয়েছেন, তা না হলে তো তারা ১০.০০ বিমানগুলোতে যেতে পারতেন ...
বাংলাদেশ বিমানের এই দায় ভার কে নেবে?
নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলাদেশ বিমানকে...
আশা করি, আপনারাও প্রতিবাদ করবেন যার যার অবস্থান থেকে ...!
সকল টিভি চ্যানেল ও প্রিন্ট মিডিয়াকে অনুরোধ করবো এই বিষয়ে সাহায্যের জন্য...
লেখক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা