ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের মাধ্যমে সরকারের অনুদান প্রদান করা হবে। সংকটের সময়ে সরকারের সাহায্য প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিন। মানুষের এত বড় দুঃসময়ে কে কার পক্ষের মানুষ সেটা বিবেচনায় আনবেন না। মাননীয় প্রধানমন্ত্রী কর্মহীন অসচ্ছল মানুষের জন্য সাহায্য প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর প্রত্যাশা পূরণ করেন। অনুদানের তালিকায় যেন কারো পক্ষপাতিত্ব না থাকে।
সমগ্র মানবজাতি আজ সংকটে। এখন সংকীর্ণতার সময় নয়। আন্তরিকতা আর সহমর্মিতা দিয়ে সবাই মিলে সংকট মোকাবেলা করতে হবে।নিশ্চয় পরম করুণাময় আমাদের সহায় হবেন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : জাতীয় সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম