এই যে আমি নাই কেমন লাগে তোমার!??
ম্যাসেঞ্জার টুং করে বেজে উঠে না
টোলিফোনে হাজির হইনা দুমদাম
ফেসবুকে.. সদা খুনসুটি
এখন কোনো সাড়া নেই কোথাও
এই যে আমি নেই কেমন লাগে তোমার?!!
সন্ধ্যা হলে তাড়াহুড়ার কাজ সারা নেই
আমাকে সময় দিতে হবে এই আতঙ্ক নিয়ে সময় বের করার চুলচেরা হিসেব নেই
প্রতিদিন ঘ্যান ঘ্যান বাইরে যাওয়ার
তুমুল কাজের সময়ে কেউ যে তোমাকে বলে না
তোমার খাওয়া হইছে আজ!?
এই যে কেউ তোমাকে জ্বালায় না কেমন লাগে তোমার?!!
অনেক স্বাধীনতা কি?!! এমন যে অনেক চাওয়ার মুক্তি
হঠাৎই মিলে গেল!!
নাকি তোমার বিমর্ষ লাগে একটু?!
হঠাৎ করে শূন্য লাগে রাস্তা, খাবারের টেবিল
পুরো শহর???!!
হঠাৎ কি তোমার মনে হতে থাকে
কোথাও কেউ নেই?!!!
এই যে আমি নেই কেমন লাগে তোমার?
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/শফিক