বহুদিন ধরে কাঁচা মরিচের সবুজ রসগোল্লার স্থিরচিত্র দেখছি। মোটামুটি বেশি সংখ্যক মানব, মানবীর ভাষ্যমতে, এরূপ জঘন্য রসগোল্লা যেন না ট্রাই করা হয়।
মানে দুনিয়ার সবকিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতে হবে আমাদের। রসগোল্লার মতো এত গোলগাল মিষ্টি একটি বিষয়কে যাহারা এই জঘন্য ফর্মে উপস্থাপন করছেন, তাদের প্রতি কি যে তীব্র মায়া হচ্ছে আমার!
রসগোল্লার চরিত্র হননের পেছনে যাদের দায় তাদের অবিলম্বে কমিউনিটি ওয়ার্ক করার শাস্তি দেয়া হোক।
ঝাল ঝাল যেটা, সেটা রসগোল্লা নারে ভাই, দয়া করে অন্য নাম খুঁজে নিজেদের উদ্দেশ্য হাসিল করুন।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।
বিডি প্রতিদিন/ফারজানা