২০০৬ সাল, তখনকার এফডিসি কেন্দ্রিক মেইনস্ট্রিম সিনেমার অফার ছিলো প্রচুর। একটার পর একটা মিটিং করেছি আর সরে এসেছি, রুচি হয়নি। এখন মনে হয় সিদ্ধান্তটা দারুণ ছিলো। এসব সিনেমা আমার ক্যারিয়ারকে কতদূর নিতে পারতো! বা যে ইমেজ তৈরি হতো তা আমি চাইও না।
আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি বলতেও কিছু কি আছে আদৌ? যেখানে সিনেমা হওয়ার কথা সেখানে জীবনমুখী সার্কাস চলছে।
তবে বিকল্পধারা যা বর্তমানে মেইনস্ট্রিম হয়ে ওঠছে সেটা নিয়ে আমি আশাবাদী। যদিও সেখান থেকে বিভিন্ন কোটা পেরিয়ে আমার ভাগে খুব অল্পই জোটে। এ অবস্থায় সিনেমার একজন আর্টিস্ট হিসেবে হতাশা ছাড়া আর কোনো প্রাপ্তি আমার নেই।
একজন শিল্পী পৃথিবীজোড়া কাজ করার স্বপ্ন দেখে। আর আমরা বাস্তবের সার্কাসে আটকে আছি।
চলিতেসে #সার্কাস #এফডিসি #বাংলাসিনেমা
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা