আছিয়াসহ সব হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবিতে শহীদ মিনারে গতকাল গণমিছিল কর্মসূচি দিয়েছিল ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বেশ কয়েকটি বাম সংগঠন। একই সঙ্গে গতকাল শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা কর্মসূচি দিয়েছিল ইনকিলাব মঞ্চ। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা সৃষ্টি হয়। পরে দুই পক্ষই কর্মসূচি স্থগিত করে। এ ছাড়া কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল বেলা সাড়ে ১১টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গণমিছিলের উদ্দেশ্যে জড়ো হন বাম সংগঠনের নেতা-কর্মীরা। উ™ূ¢ত পরিস্থিতিতে গণমিছিল স্থগিত করে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা। এ সময় তারা সাত দফা দাবি জানান। দাবিগুলো দেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও হত্যার বিচার; স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ; জুলাই-আগস্ট হত্যাকান্ডের বিচার; মন্দির-মসজিদ-মাজারে হামলাকারীদের বিচার ইত্যাদি। ছাত্র ইউনিয়ন সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, ‘আমরা কর্মসূচি ঘোষণা করার পর একটি উগ্রবাদী গোষ্ঠী আমাদের কর্মসূচি নস্যাৎ এবং ধর্ষণবিরোধী আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা চক্রান্ত করছে। আমরা এও লক্ষ করছি, আমাদের ধর্ষণবিরোধী গণ আন্দোলন পুঁজি করে আওয়ামী সন্ত্রাসীরাও পুনর্বাসনের স্বপ্ন দেখছে। আমরা উগ্রবাদী গোষ্ঠী ও আওয়ামী সন্ত্রাসীদের হুঁশিয়ারি করে বলতে চাই, ধর্ষণবিরোধী আন্দোলন ব্যবহার করে আপনাদের যে বাসনা; বাংলাদেশের ছাত্র-যুব সমাজ তা পূরণ হতে দেবে না। শহীদ মিনারে বাম সংগঠনগুলো তাদের গণমিছিল প্রত্যাহার করায় শহীদ মিনারের উদ্দেশে পদযাত্রা স্থগিত করে ইনকিলাব মঞ্চ। তারা শাহবাগ থেকে পদযাত্রা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট পর্যন্ত গিয়ে আবার শাহবাগে ফিরে আসে। এরপর নতুন কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচি অনুযায়ী ২৫ এপ্রিল শাহবাগে ‘শহীদি সমাবেশ’ করা হবে। একই সঙ্গে দুই দফা দাবি জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদী। তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার ও গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। শরীফ উসমান হাদী আরও বলেন, ২৫ এপ্রিল শুক্রবার বিকালে আওয়ামী লীগ নিষিদ্ধ ও জুলাই, পিলখানা, শাপলা গণহত্যার বিচার দাবিতে আমরা শাহবাগে শহীদি সমাবেশ কর্মসূচি ঘোষণা করলাম। এদিন জুলাই শহীদদের বাবা-মায়েরা, শাপলার শহীদদের বাবা-মায়েরা, পিলখানায় শহীদদের সন্তানরা উপস্থিত থাকবেন। তবে এর আগে যদি লাকী আক্তার গং আবার কোথাও দাঁড়াতে চায় আমরা ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে তাদের রুখে দেব। তিনি আরও বলেন, শাহবাগে যারা ফ্যাসিবাদের উত্থান ঘটিয়েছে তাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি প্রদান করতে হবে। এ দেশে আর কোনো শাহবাগ কায়েম করতে দেব না আমরা। কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীর পুরানা পল্টনে সিপিবি কার্যালয়ের সামনে বাড়তি নিরাপত্তা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। গতকাল সকাল থেকেই কার্যালয়ের আশপাশে সমবেত হন দলটির নেতা-কর্মীরা। তবে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সকালে কার্যালয়ের সামনে এসে কালো পতাকা উত্তোলন করেন সিপিবি সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ ঢেউয়ের তাণ্ডব, প্রাণ গেল ৫ জনের
- ‘তথ্যসন্ত্রাস করে থামানো যাবে না’ প্রথম আলোকে হাসনাত আবদুল্লাহর চ্যালেঞ্জ
- ৩-১ গোলে পিছিয়ে থেকেও বার্সেলোনার দুর্দান্ত জয়
- সৌদিতে ২০ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
- আইপিএল মাতালেন ১৪ বছরের সূর্যবংশী
- শিশুসন্তানের সামনেই মাকে কোপাল সন্ত্রাসীরা, অভিযুক্ত গ্রেফতার
- সিরাজগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
- ১৬ বছরে শিক্ষা খাতকেও দলীয়করণ করা হয়েছে: খোকন
- বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিএনপির শুভেচ্ছা
- প্রথমে স্থানীয়, পরে জাতীয় নির্বাচন চায় জামায়াত
- স্বর্ণের দাম আবারও বেড়েছে
- শিবচরে ইয়াবা ও ককটেল উদ্ধার
- আ. লীগ নেতার চাঁদা আদায় আড়াল করতে বিএনপির নেতার নামে মিথ্যাচারের অভিযোগ
- আবাসিকে নতুন গ্যাস সংযোগের বিষয়ে তিতাসের সতর্কবার্তা
- লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদল কর্মীর খুনিদের বিচার চেয়ে মানববন্ধন
- বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ
- যাকে আল্লাহ বাঁচায়, তাকে কেউ রুখতে পারে না : কায়কোবাদ
- গাজীপুরে সাফারি পার্ক থেকে চুরি হওয়া একটি লেমুর উদ্ধার, গ্রেফতার ১
- গাইবান্ধায় বোরো ধানের নমুনা শস্য কর্তন
- এনসিপির জেলা-উপজেলা কমিটির আহ্বায়কের ন্যূনতম বয়স হতে হবে ৪০
বাম সংগঠন ও ইনকিলাব মঞ্চের কর্মসূচি উত্তেজনা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর