স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ উদ্যাপন কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তাহুমকি নেই। একই সঙ্গে মঙ্গল শোভাযাত্রায় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হতে পারে, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলা নববর্ষ ১৪৩২ উদ্যাপন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাসহ আনুষঙ্গিক বিষয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবার ঢাকা বিশ্ববিদ্যালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়সহ দেশে ব্যাপকভাবে বা পরিসরে বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান হচ্ছে। এজন্য আইনশৃঙ্খলা নিয়ে আজকে আলোচনা হয়েছে। এ বিষয়ে আমি আপনাদের নিশ্চয়তা দিতে পারি, রোজার সময় যেভাবে চলেছে এ সময়ও সেভাবে চলবে। যাতে কোনো ধরনের অঘটন না ঘটে, সে ধরনের ব্যবস্থা আমরা নেব।’
বৈঠকে উপস্থিত থাকা সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এক প্রশ্নের জবাবে বলেন, নববর্ষের শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা হবে কি না, এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেবে। সেখান থেকেই ১০ তারিখে সিদ্ধান্ত হবে। তবে নাম পরিবর্তন নিয়ে আজকে আলোচনা হয়নি।