বিক্ষোভ চলাকালে লুটপাটকারীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এ ছাড়া ফিলিস্তিনিদের জুলুম থেকে পরিত্রাণ এবং ইসরায়েলের ধ্বংসের জন্য সারা দেশের মসজিদ মাদরাসায় বিশেষ দোয়া ‘কুনুতে নাজেলা’ চালুরও আহ্বান জানানো হয়েছে। গতকাল বিকালে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত পাঠানো বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এ আহ্বান জানান।
বিবৃতিতে হেফাজতে ইসলামের নেতারা বলেন, বৈশ্বিক হরতাল পালন ও শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির সুযোগে কিছু উচ্ছৃঙ্খল যুবক দেশের কয়েকটি জায়গায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট করেছে। তাদের অতি দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে এসবের নেপথ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ইন্ধনের বিষয়টি খতিয়ে দেখতে আমরা সরকারকে আহ্বান করছি।